নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬ জনের ডেঙ্গু জ্বর সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৪৬ জন। এদের মধ্যে বর্তমানে বিভিন্ন সরকারী বেরকারী হাসপাতাল ও ক্লিনিকে ৩৬ জন রোগী ভর্তি রয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সর্বশেষ ডেঙ্গু জ্বর সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা সদর হাসপাতালে ১ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, কলারোয়ায় ১ জন ও বেসরকারী হাসপাতালে ১ জন রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ১৯০ জন।
বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে ২ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, আশাশুনি ১ জন, দেবহাটা ২ জন, কালিগঞ্জ ৫ জন, কলারোয়া ৬ জন, শ্যামনগর ২ জন এবং বেসরকারী প্রতিষ্ঠানে ১ জন রোগী ভর্তি রয়েছেন।
Leave a Reply