স্টাফ রিপোর্টার: দেবহাটার সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০ টা হতে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্ল্যা সাবীর হোসেনের সভাপতিত্বে এবং শিক্ষক আবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজটির প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম এবং ম্যানেজিং কমিটির সদস্য আ.লীগ নেতা সরদার আমজাদ হোসেন।
নবীনবরণে শিক্ষকদের মধ্য থেকে ইংরেজি বিষয়ের অধ্যাপিকা ফেরদৌসী পপি, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মনিরুজ্জামান মহসিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস এম ফিরোজ আহমেদ, শরীরচর্চা শিক্ষক সামছুল হুদা কবির প্রমুখ।এসময় রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক কামিদুল হোসেন ও প্রাণিবিদ্যা বিষয়ের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান আজহারুল ইসলাম, কলেজ ছাত্রীলীগের নেতা মিজানুর রহমান এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে বিজ্ঞান ২য় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান ও আনিসা আজিম বক্তব্য রাখেন।
Leave a Reply