জিয়াউর রহমান: সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের উত্তর ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার থেকে একটি বাই সাইকেল চুরি হয়েছে। সরেজমিনে জানা যায়- উত্তর ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর মেধাবী ছাত্র আলমগীর হোসেনের পুত্র মোঃ মুজাহিদুুর রহমান (১০) তার ব্যবহৃত বাই সাইকেল তালা দিয়ে রেখে যথারীতি ক্লাস করছিল। ক্লাস শেষে ছাত্রটি তার বাই সাইকেল না পাওয়ায় সে দ্রুত শিক্ষক দের জানায়। অনেক খোঁজাখুজির পরেও বাই সাইকেল টি পাওয়া যায়নি। ছোট্ট বাচ্চাটি বিহবল চিত্তে হতাশাগ্রস্হ মনে কান্না করতে করতে বাড়িতে ফিরে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানষ কুমার বসু জানান – আমার ছাত্র সাইকেল রেখে যথারীতি ক্লাস করছিল তখন কে বা কারা সাইকেল টি চুরি করে নিয়ে যায়। অনেক খোজাখুজি পরে সাইকেল না পেয়ে আমি স্কুলের ম্যানেজিং কমিটির সকলের জানিয়েছি। এ ব্যপারে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক মোঃ সাইদুল ইসলাম এর নিকট জানতে চাইলে তিনি বলেন – বিষয়টি খুবই দুঃখজনক। ইদানিং আমাদের এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়েই চলেছে। গাঁজাসেবী ও হেরোইনসেবীদের প্রাইমারি স্কুল ঘিরে সন্ধ্যার পরে তাদের আনাগোনা লক্ষ্য করা যায়। মাদকের টাকা জোগাড় করতে তারা সাইকেল চুরি করতে পারে বলে তিনি এ প্রতিবেদককে জানান। তিনি আরও বলেন- এতটুকু ছোট্ট বাচ্চার স্কুল থেকে সাইকেল চুরি হয়ে গেল মানবতা আজ কোথায়? কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে ও মাদকসেবীদের যথোপযুক্ত ব্যবস্হা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্কুল ম্যানেজিং কমিটি ও সচেতন এলাকাবাসী।
Leave a Reply