জি এম রাজু আহমেদ রাজু: শ্যামনগর উপজেলায় রবিবার (১২ মে) সকাল সাড়ে ১১টায় বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম মোঃ আব্দুল হাকিম(৩২)। তিনি উপজেলার কাঁঠালবাড়ীয়া গ্রামের সোবহান গাজীর পুত্র।
কাঁঠালবাড়ী এজি হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আজাহারুল ইসলাম জানান, সকালে ফসলের ক্ষেতে পাম্প মেশিনের সাহায্যে পানি দিতে যেয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মারা যান। মোঃ আব্দুল হাকিম শ্যামনগর সদর মোটরসাইকেল পরিবহন মালিক সমবায় সমিতির একজন সদস্য। তার মৃত্যুতে শ্যামনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply