1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরে এক কেজি ধানও সংগ্রহ হয়নি খাদ্য গুদামে - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰আশাশুনির প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে দস্যুবৃত্তি📰সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰দেবহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰আজ পবিত্র শবে মেরাজ📰সাতক্ষীরা-৩ আসনে কোন প্রার্থীর সম্পদশালী📰সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার যমুনা টিভির প্রতিনিধি📰সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমানত – ফয়েজ আহমদ তৈয়্যব📰লাবসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল📰সাতক্ষীরা-২ আসনে কে কত সম্পদশালী, শিক্ষায় এগিয়ে কে?📰সাতক্ষীরায় সেনা অভিযানে মাদকসহ ৩জন গ্রেপ্তার

শ্যামনগরে এক কেজি ধানও সংগ্রহ হয়নি খাদ্য গুদামে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: শ্যামনগর উপজেলায় সরকারিভাবে আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ অভিযানে চাল সংগ্রহ হলেও এখন পর্যন্ত এক কেজি ধানও সংগ্রহ হয়নি। সরকারিভাবে কেজি প্রতি ধানের দাম কম থাকা এবং বাইরের ব্যবসায়ীদের কাছে ধানের বাজারদর বেশি থাকায় এই ধান সংগ্রহ অভিযান সফল হয়নি।
উপজেলা খাদ্য অফিস সুত্রে প্রকাশ, আমন মৌসুমের ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে ২০২৪ সালের ১৭ নভেম্বর থেকে এবং চলবে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত। নকিপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন বলেন, সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে আমন ধানের দর প্রতি কেজি ৩৩ টাকা ও চাল সিদ্ধ দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৪৭ টাকা এবং চাল আতপ প্রতি কেজি ৪৬ টাকা।
উপজেলায় এবার আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১০৫০ মেট্রিক টন ও সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫৮ মেট্রিকটন এবং আতপচাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৪ মেট্রিকটন। ধান সংগ্রহের স্থান দুটি হল নকিপুর খাদ্য গুদাম ও নওয়াবেঁকী খাদ্য গুদাম। বাইরের ব্যবসায়ীদের কাছে আমন ধানের বাজার দর উর্ধ্ব গতির কারণে সরকারিভাবে আমন সংগ্রহ অভিযানে এ রিপোর্ট লেখা পর্যন্ত এক কেজি ধানও সংগ্রহ করা সম্ভব হয়নি বলে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মত প্রকাশ করেন। গতবার বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৬৫২ মেট্রিক টন এর মধ্যে সংগ্রহ হয়েছিল ৫১৪ মেট্রিক টন। প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছিল ৩২টাকা। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মতামত প্রকাশ করে বলেন বাঁকী ১৩৮ মেট্রিক টন ধান সংগ্রহ হয়ে যেত কিছু সমস্যার সৃষ্টি না হলে। চাল সিদ্ধ সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১৩৭ মেট্রিক টন ও চাল আতপ সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১৫ মেট্রিক টন। দাম নির্ধারণ ছিল সরকারিভাবে সিদ্ধচাল কেজি প্রতি ৪৫টাকা ও আতপচাল কেজি প্রতি ৪৪ টাকা। জানা যায় চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ছিল সেটি অর্জিত হয়েছিল। শ্যামনগরে সরকারের সাথে চুক্তিকৃত ৬টি মিলের মাধ্যমে চাল সংগ্রহ করা হয় বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়। এবার আমন মৌসুমেও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জিত বলে মত প্রকাশ করেন উপজেলা খাদ্য অফিস। ধান ব্যবসায়ী মুন্সিগঞ্জের রমেশ সরকার বলেন বর্তমানে বস্তা প্রতি অর্থাৎ ৬০ কেজি ধান ক্রয় বিক্রয় করছেন দুই হাজার তিনশত পঞ্চাশ থেকে দুই হাজার চারশত টাকায়। সেখানে সরকারিভাবে ৬০ কেজি ধানের দাম এক হাজার নয়শত আশি টাকা।
নকিপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন শ্যামনগর উপজেলায় দুইটা ডিলারের মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রয় করা কার্যক্রম চলমান রয়েছে। এক জন ডিলার প্রতিদিন ২ মেট্রিকটন করে চাল বিক্রি করতে পারবেন প্রতি কেজি ৩০ টাকা দরে। খোলা বাজারের চাল বিক্রীর স্থান নকিপুর গরু হাট সংলগ্ন ও সোনার মোড় নামক স্থানে। প্রতি জন ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন।
সপ্তাহে সরকারি ছুটির দিন ছাড়া অন্য দিন খোলা বাজারে চাল বিক্রয় কার্যক্রম চলে। খোলা বাজারে চাল বিক্রী কার্যক্রম মনিটরিং করার জন্য ট্যাগ অফিসারও নিয়োগ করা আছে। জানা যায় এছাড়া নির্ধারিত কার্ড ধারীর মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় চালু রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd