1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শপথ নেয়ার আগেই সড়ক সংষ্কার করছেন আছাদুল হক - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় নতুন এসপি মোঃ আরেফিন জুয়েল’র যোগদান📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠান📰সাতক্ষীরা সদরের খানপুরে পূর্ব শত্রুতার জেল ধরে সাঈদের বাড়িতে আগুন📰সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় প্রভাষক গোলাম আজম নিহত📰ধানের শীষ বিজয়ে ঐক্যবদ্ধ সাতক্ষীরা জেলা বিএনপি, ধানের শীষের বিজয়ে অপার সম্ভাবনা📰ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করতে বলেছেন তারেক রহমান: জুয়েল📰কুলিয়ায় নীতি নির্ধারকদের সঙ্গে-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা📰সাতক্ষীরা-২ আসনে আব্দুল আলিমের মনোনয়নের দাবীতে সড়ক অবরোধ করে মশাল মিছিল📰কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু📰সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান নিজের অপকর্ম ঢাকতে, বিভিন্ন ব‍্যাক্তিদের দিয়ে মিথ্যা অভিযোগ

শপথ নেয়ার আগেই সড়ক সংষ্কার করছেন আছাদুল হক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৯৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: নির্বাচনে বিজয় পরবর্তী শপথ গ্রহনের আগেই জনদূর্ভোগ নিরসণে জরাজীর্ন কুলিয়া নতুন বাজার থেকে ইউনিয়ন পরিষদগামী কার্পেটিং সড়কটি সংষ্কারের উদ্যোগ নিয়েছেন নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আ.লীগের সহ-সভাপতি আছাদুল হক।
দীর্ঘদিন ধরে জনগুরুত্বপূর্ণ এ সড়কটি জরাজীর্ণ ও প্রায় চলাচলের অযোগ্য হয়ে উঠেছিল। গ্রীষ্ম মৌসুমে ছোট বড় গর্ত ও ধুলাবালি; আর বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে হাটুজল জমতো ওই সড়কটিতে। ফলে সড়কটি হয়ে কোমরপুর, শাঁখরা, হাড়দ্দাহ ও ভোমরায় যাতায়াতকারী মানুষদের দূর্ভোগ-দূর্দশার কমতি ছিলনা। এমনকি কুলিয়ার বিভিন্ন প্রান্তের মানুষ নাগরিক সেবা নিতে ইউনিয়ণ পরিষদে যেতেও পড়তেন বিড়ম্বনায়।
জনদূর্ভোগে ব্যথিত হয়ে ‘নির্বাচনে জয়ী হলে শপথ নেয়ার আগেই ওই জরাজীর্ণ রাস্তা মেরামত করা হবে’ বলে ভোটের আগেই প্রতিশ্রæতি দিয়েছিলেন কুলিয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ও ছয় বারের চেয়ারম্যান আছাদুল হক।
গত ২৮ নভেম্বর স্বতষ্ফূর্তভাবে ভোট দিয়ে আছাদুল হককে চেয়ারম্যান নির্বাচিত করেন কুলিয়ার সর্বস্তরের মানুষ। আর আছাদুল হকও জনগণকে দেয়া তার প্রতিশ্রুতি বাস্তবায়নে বিজয় পরবর্তী শপথ নেয়ার আগেই ওই সড়কটি সংষ্কারের মধ্যদিয়ে শুরু করেছেন তার প্রথম উন্নয়ন কাজ। শুধু সড়ক সংষ্কার নয়, নতুনত্য আনতে ইউনিয়ন পরিষদ ভবনেও রংচং ও নতুন আসবাবপত্র সংযোজনের পাশাপাশি এগিয়ে চলছে আধুনিকায়নের কাজ। এতে করে একদিকে খুশি হয়েছেন দীর্ঘদিনের জনদূর্ভোগে অতিষ্ঠ সাধারণ মানুষ, এবং অপরদিকে প্রানচাঞ্চল্য ফিরেছে স্থানীয় নেতাকর্মীসহ সকলের মনে।
আছাদুল হক বলেন, দীর্ঘদিন ধরে কুলিয়া নতুন বাজার থেকে ইউনিয়ন পরিষদগামী সড়কটি বেহাল অবস্থায় থাকলেও পূর্বের চেয়ারম্যান-মেম্বররা জনদূর্ভোগ নিরসণের উদ্যোগ না নেয়ায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছিল। ভোটের আগে আমি মানুষকে ওই সড়কটি দ্রুত সংষ্কারের প্রতিশ্রুতি দিয়েছিলাম। তাই নির্বাচনে জয়লাভের পরপরই বাজেটের অপেক্ষায় বসে না থেকে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সাথে আলোচনা করে জনদূর্ভোগ নিরসণে সড়কটি সংষ্কারের কাজ শুরু করেছি। আগামীতেও কুলিয়া ইউনিয়নে এধরনের উন্নয়ন কর্মকান্ড অব্যহত থাকবে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম ( এম এ- ক্রিমিনোলজি).....01748159372

alternatetext

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

সম্পাদক ও প্রকাশক:

সিনিয়র নির্বাহী সম্পাদক :

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd