স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি, দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক, জেলার ভূমিহীন আন্দোলনের অন্যতম নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ বলেছেন, নোড়ারচকের ভূমিহীনদের উচ্ছেদে জর্জকোর্টের সাবেক জিপি ভূমিদস্যু অ্যাড. লুৎফর ও তার দোষররা যে ষড়যন্ত্র এবং অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা ভূমিহীনরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ভূমিহীনরা কখনো ভূমিদস্যুদের সামনে মাথা নোয়ায়নি, আর আগামীতেও নোয়াবেনা। প্রয়োজন হলে ভূমিহীনরা আবারো ঝাটা, লাঠি হাতে নিয়ে ভূমিদস্যুদের প্রতিহত করবে। নিজেদের সম্মান আর সম্বলটুকু রক্ষায় দরকার হলে নোড়ারচকের ভূমিহীন মা বোনেরা শহীদ জায়েদার মতো জীবন উৎসর্গ করবে, তবুও এক ইঞ্চি জমি ছাড়বেনা। তাই ভূমিহীনদের উচ্ছেদ প্রচেষ্টা থেকে সরে দাঁড়াতে ভূমিদস্যু অ্যাড. লুৎফরকে কঠোর হুশিয়ারী সহ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রæতি বাস্তবায়নে সমস্ত জটিলতা কাটিয়ে নোড়ারচকের ভূমিহীনদের মাঝে সেখানকার সরকারি জমি বন্দোবস্ত দেয়ার প্রক্রিয়া সম্পন্নের জন্য জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার বিকালে দেবহাটার ভূমিহীন অধ্যুষিত জনপদ নোড়ারচক ফুটবল মাঠে ভূমিহীন সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় অধ্যক্ষ আবু আহমেদ এসব কথা বলেন।
ভূমিহীনদের উচ্ছেদ প্রচেষ্টার প্রতিবাদে আয়োজিত ওই সমাবেশে টানা প্রায় আধঘন্টার বক্তব্যে আবু আহমেদ আরও বলেন, সরকারি জমির বন্দোবস্ত পাওয়া প্রকৃত ভূমিহীনদের ন্যায্য অধিকার। নব্বইয়ের দশকে সাতক্ষীরার দেবহাটা-কালীগঞ্জের ভূমিহীন আন্দোলন সারা দেশে আলোড়ন ফেলেছিল। সেসময় দেবহাটায় ভূমিহীন সমাবেশে যোগ দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিস্তৃর্ণ এসকল খাস সম্পত্তি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেয়ার প্রতিশ্রæতি দিয়েছিলেন। কিন্তু শ্রেনিগত ত্রুটির দোহাই দিয়ে এবং ভূমিদস্যুদের দ্বারা প্রভাবিত হয়ে পূর্ববর্তী প্রশাসনের কিছু অসাধূ কর্মকর্তা নোড়ারচকের এসব খাস জমি ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দেয়ার প্রক্রিয়াকে বার বার বাঁধাগ্রস্ত করেছে। বিগত প্রায় দুই যুগ ধরে ভূমিহীনরা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকারের পক্ষ হয়ে ভূমিদস্যুদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। ভূমিহীনরা যখন প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি বাস্তবায়নের মুখ চেয়ে দূর্দশায় দিন কাটাচ্ছে, ঠিক তখনই কিছু ভূমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা একের পর এক এসব সরকারী জমি জবরদখলে নিতে কথিত রিসিভার গ্রহণের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এসব ভূমিদস্যুদের সমুচিত জবাব দিতে প্রস্তুত থাকার জন্য সকল ভূমিহীনদের প্রতিও আহ্বান জানান আবু আহমেদ।
নোড়ারচক-চারকুনি ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি আব্দুল গফফারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন ও দেবহাটা-কালীগঞ্জ ভূমিহীন সমিতির সভাপতি ওহাব আলী সরদার। এসময় ভূমিহীন সংগ্রাম কমিটি অন্যান্য নের্তৃবৃন্দসহ ওই জনপদে বসবাসরত কয়েক’শ ভূমিহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply