ন্যাশনাল ডেস্ক: আগামী চার মাসের জন্য চাল এবং ডিজেলের আমদানি শুল্ক কমিয়েছে সরকার। রোববার (২৮ আগস্ট) এনবিআরের আলাদা প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।পাশাপাশি চাল এবং ডিজেলের উপর আরোপনীয় সমুদয় আগাম কর হতে অব্যহতি দেওয়া হয়েছে। নতুন শুল্ক ছাড়ের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। সরবরাহ বাড়াতে ও বাজারে স্থিতিশীলতা আনতে চালের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি চালের উপর আরোপনীয় সমুদয় আগাম কর হতে অব্যহতি দেওয়া হয়েছে।
চলতি মাসে জ্বালানি মূল্য বেড়ে যাওয়ার পর থেকেই নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করে। একই সাথে বাড়তে থাকে চাল, চিনি, ভোজ্যতেলসহ সব ধরনের নিত্যপণ্যের দাম। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাল আমদানীতে শুল্ক কমালো সরকার।
অন্যদিকে ডিজেলের দাম নিয়ন্ত্রণে আগাম কর মওকুফ ও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং ৩১ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে।
এর আগে গত ৫ আগস্ট রাত ১২টার পর থেকে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল ১১৪ টাকা প্রতি লিটার, কেরোসিন ১১৪ টাকা প্রতি লিটার, অকটেন ১৩৫ টাকা প্রতি লিটার ও পেট্রোল ১৩০ টাকা প্রতি লিটার নির্ধারণ করা হয়। তার আগে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ছিল প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা।
Leave a Reply