মোঃ ইব্রাহিম সানা পাইকগাছা পৌর প্রতিনিধি: ২০২২ সালের শেষ দিন জীবনেরও শেষ দিন হলো শিশু জান্নাতুল এর। নতুন বছর আর কখনো ফিরে আসবে না জান্নাতুলের জীবনে। বিদায়ী বছরের শেষ দিনে পৃথিবী থেকে বিদায় নিলো শিশু জান্নাতুল। শনিবার সকালে পাইকগাছার চাঁদখালী সড়কে ইটবাহী ট্রলি চাপায় করুন মৃত্যু হয় শিশু জান্নাতুলের। সে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সুতা গ্রামের আল-আমিন হোসেনের মেয়ে। মৃতের পিতা আল-আমিন জানান, চাকুরী সূত্রে আমি চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী গ্রামের জনৈক খোকন গাজীর বাড়ী ভাড়াটিয়া হিসেবে বসবাস করছি। ঘটনার দিন শনিবার সকালে আমার ৩ বছরের শিশু কন্যা জান্নাতুল বাড়ীর সামনে রাস্তার পাশে খেলা করছিল। এ সময় ইট বোঝাই একটি ট্রলি তাকে চাঁপা দেয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাকিলা আফরোজ তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে ওসি জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। এক্ষেত্রে ট্রলিটি জব্দ করা হয়। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। তবে পুলিশের পক্ষ থেকে প্রাথমিক যে আইনী প্রক্রিয়া রয়েছে সেগুলো সম্পন্ন করা হয়েছে।
Leave a Reply