সদর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গাভা আইডিয়াল কলেজ এম পি ও ভুক্ত হওয়াই প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধার মাজারে পুস্পস্তবক অর্পন করলেন কলেজ কর্তৃপক্ষ। হঠাৎ করে খবর আসে দির্ঘ প্রত্যাশিত গাভা আইডিয়াল কলেজটি এম পি ও ভুক্ত হয়েছে, খুশির খবর শুনে শুধু কার্যকরি কমিটি ও শিক্ষকরা নয় চারিদিক দিয়ে ছুটে আসে অভিভাবক,এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ, সুধিসমাজ, সাংবাদিক সহ সর্বস্তর জনগন,চারিদিকে শুধু আনন্দ আর আনন্দ,অনেক শিক্ষার্থীরা খুশিতে পটকা বাজি ফুটিয়ে রাতেই সকলকে জানিয়ে দেয় যে দির্ঘ প্রত্যাশিত গাভা আইডিয়াল কলেজ টি অবশেষে এম পি ও ভুক্ত হল, গতকাল রাত ৮ টার দিকে গাভা আইডিয়াল কলেজের কার্যকরি কমিটির সভাপতি,ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান ও গাভা আইডিয়াল কলেজের অধ্যক্ষ শিবপদ গাইনের নের্তৃত্বে কলেজের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদারের মাজারে পুস্পস্তবক অর্পন করেন,এসময় উপস্হিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মহিদ সরদার,বীরমুক্তিযোদ্ধা সন্তোষ কুমার দাশ, প্রধান শিক্ষক এস এম সাহাজউদ্দীন, প্রভাষক এস এম ফিরোজ আহম্মেদ টুটুল, ফিংড়ী ইউনিয়ন পরিষদের নং ওয়ার্ড মেম্বর মো: আবু ছালেক, ৬নং ওয়ার্ড মেম্বর জাহিদুজ্জামান বাবু সহ কলেজ শিক্ষক,কার্যকরি কমিটি,সুধিসমাজ,গন্যমান্য ব্যাক্তিবর্গ,ও এলাকার সর্বস্তর জনগন,আবুল খায়েরের মাজারে পুস্পস্তবক অর্পন করার পর সকলের উপস্হিতিতেই গাভা আইডিয়াল কলেজ এম পি ও ভুক্ত হওয়ার খুশির খবরের জন্য দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,দোয়া অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাও : আ: হাই ছিদ্দিকি,রাত ৯ টার সময় গাভা আইডিয়াল কলেজ ভবনে গাভা আইডিয়াল কলেজের কার্যকরি কমিটির সভাপতি,ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন গাভা আইডিয়াল কলেজের অধ্যক্ষ শিবপদ গাইন,বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার, শিক্ষক অজিদ কুমার।
Leave a Reply