নিজস্ব প্রতিনিধি: মিথ্যা মামলা ও জমি দখলের অভিযোগ উঠেছে নারায়নজল গ্রামের মৃত মুনতা মোড়লের ছেলে আবু তালেবের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায় সোমবার (২০ মার্চ) সকাল ৭টার দিকে জমি জায়গার সংক্রান্ত বিষয়ে ছোট ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতি’র ঘটনা ঘটে।
এ বিষয়ে আরিজুল মোড়ল বলেন, জমি জায়গা সংক্রান্ত বিষয়ে ছোট ঘটনা কে কেন্দ্র করে আমার ছেলে মো. রাজু ইসলাম শামীমের সাথে তার চাচার হাতাহাতি হয় একপর্যায়ে আমার ছেলেকে মারধর করে। পরবর্তীতে জানতে পারি তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। দীর্ঘদিন ধরে জোর করে জমি দখল করার পায়তারা করছে আবু তালেব মোড়ল। পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী আরিজুল মোড়ল।
Leave a Reply