কাজী সোহাগ স্টাফ রিপোর্টার: খুলনার পাইকগাছায় দৈনিক যুগান্তর ও লোকসমাজ প্রতিনিধি জিএম মিজানুর রহমানের বাড়ী থেকে স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। এব্যাপারে পাইকগাছা থানায় অভিযোগ হয়েছে। অভিযোগে জানা যায় বুধবার সন্ধ্যায় কেউ একজন ঘরের ণেতর ঢুকে আলমারির উপর থেকে চাপি নেয়ে আলমারি খুলে একজোড়া কানের দুল,একটি আংটি ও একটা নাকের দুল চুরি করে। পাশের রান্না ঘর থেকে মিসেস শারমিন রহমান দেখতে পায় সাংবাদিক মিজান ( তার স্বামী) হয়তো বাড়ীতে আসছে। চোরকে স্বামীভেবে রান্না ঘরে ডাকতে থাকে। কোন সাড়াশব্দ নেে য়ায় সে চিল্লায়ে বলে,দাড়াও আমি আসছি,কথা কানে যায়না।মজা দেখাচ্ছি।এ কথা শুনে দ্রুত চোর স্থান ত্যাগ করে। পরে ঘরে ঢুকে দেখে আলমারী খোলা গহনা নেই। এঘনা জানার পর থানা পুলিশ ও খুলনা-৬ সংসদ সদস্যেরর ভাই যুবনেতা অহিদুজ্জামান, আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা এ্যাড, শেখ আবুল কালাম আজাদসহ অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেন। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply