কাজী সোহাগ পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় এক গরুর মাংস ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালত তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার শিবসা ব্রিজের নিচে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পৌরসভার ৮ নং ওয়ার্ডের আবু তাহেরের পুএ মাংস ব্যবসায়ী মোঃ ইব্রাহীম মোড়ল দীর্ঘদিন ওই স্থানে গরুর মাংস বিক্রি করে আসছে। কিন্তু ওই স্থানে গরু জবাই না করে অন্য জায়গা থেকে মাংস নিয়ে এসে ব্যাবসা করছে। এছাড়া তার ব্যবসার কোন লাইসেন্স না থাকায় মঙ্গলবার ম্যাজিস্ট্রেট মোঃ ইফতেখারুল ইসলাম শামীম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ভোক্তা অধিকার আইনে তিন হাজার টাকা জরিমানা করেন। এসময় ১৭ কেজি গরুর মাংস উদ্ধার করে মাদ্রাসা ও এতিমখানায় দান করা হয়।
Leave a Reply