কাজী সোহাগ স্টাফ রিপোর্টার: পাইকগাছায় মুক্তিযোদ্ধা আঃ সবুর সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে দাফন করা হয়েছে। ৯ মে বিকেলে লস্কর মধ্যপাড়া সরদার বাড়ি জামে মসজিদের মাঠে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ও ওসি মোঃ রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সহ গ্রামের মুসল্লীরা। পরবর্তীতে প্রয়াত আঃ,সবুরকে তার গ্রামের বাড়ি কয়রা উপজেলার মহেশ্বরীপুুর ইউপির ভাগবা গ্রামে পারিবারিক কবরস্থান দাফন করা হয়। স্ট্রোক জনিত কারনে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ্য ছিলেন মঙ্গলবার সকালে বর্তমান ঠিকানা লস্করের বাইনতলা খেয়াঘাটস্থ বসত বাড়িতে মৃত্যু বরণ করেন। মুক্তিযোদ্ধা আঃ,সবুর পাইকগাছা প্রেসক়াবের সাবেক সভাপতি আঃ,গফুরের বড় ভগ্নিপতি। মৃত্যুকালে তিনি এক স্ত্রী ২ ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা আঃ,সবুর ইতোপূর্বে সরকারী ভাতাসহ সকল সুযোগ সুভিধা ভোগ করে আসছিল। জানাগেছে,সম্প্রতি মুক্তিযোদ্ধার তালিকা যাচাই-বাছাইয়ের পর তালিকা থেকে তার নাম বাদ পড়লে তাকে রাষ্ট্রীয় সুযোগ সুভিধা এমনকি রাষ্ট্র্রীয় কর্মসূচিতেও তাকে ডাকা হতনা। এ ঘটনায় আঃ সবুর চালেঞ্জ করে উচ্চ আদালতে আপিল করেন। পারিবারিক সুত্র জানায় এর পর থেকে আঃ,সবুর অসুস্থ্য হয়ে পড়েন এবং সর্বশেষ তার মৃত্যু হয়। মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় মর্যদা দেওয়া হবে কিনা এ নিয়ে যথেষ্ট সংশয় ছিল। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, যেহেতু গেজেট থেকে মুক্তিযোদ্ধা আঃ সবুরের নাম চুড়ান্ত ভাবে বাদ পড়েনি সে কারনে তাকে রাষ্ট্র্রীয় মর্যদা দেওয়া হয়েছে।!
Leave a Reply