পাইকগাছা প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন স্লোগানকে সামনে রেখে পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলোনয়তনে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা – কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রেসক্লাব সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply