কাজী সোহাগ স্টাফ রিপোর্টার: পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের হেতালবুনিয়া গ্রামের মোঃ ইব্রাহিম দুরারোগ্য ব্যাধিতে চলার সামর্থ্য হারিয়েছে, চলাফেরা করতে পারেন না, রমজানে ইফতার সামগ্রী পেয়ে তার চোখে আনন্দাশ্রু। খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ ও উপার্জনহীন পরিবারের মধ্যে মাস ব্যাপি ইফতার সামগ্রী বিতরণ করছে আত্মপ্রকাশ নামক একটি সেচ্ছাসেবী সংগঠন এর সদস্যরা। জানা গেছে, আত্মপ্রকাশ একটি অরাজনৈতিক, অসামপ্রদায়িক, সেবামুলক সামাজিক সংগঠন। সংগঠনের সদস্যরা বিভিন্ন সেবামুলক কাজের সাথে সম্পৃক্ত। বিভিন্ন সময় মুমুর্ষ রোগীর রক্তদান, অসহায় অসুস্থ রোগির আর্থিক সহায়তা, গরিব ও মেধাবী ছাত্রদের সহযোগীতা, ইভটিজিং- বাল্য বিবাহ ও সমাজের বিভিন্ন কুসংস্কার রোধে সচেতনতা, শিক্ষা উপকরণ বিতরণ এবং বৃক্ষ রোপণ করে সমাজে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। সংগঠনের সদস্যরা বর্তমানে মাহে রমজান উপলক্ষে মাস ব্যাপী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করছে।
এর ধারা বাহিকতায় উপজেলার পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে পহেলা রোজা হতে শুরু করে আজও অবদি সংগঠনের সদস্যরা রোজাদারদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে পিয়াজ, আলু, খেজুর, চিনি, সয়াবিন তেলসহ বিভিন্ন ইফতার সামগ্রী।
রমজান মাসব্যাপী চলা কার্যক্রম নিয়ে সংগঠনের সভাপতি মোঃ আরিফুল ইসলাম রনি বলেন, পৌরসভা সহ পাশাপাশি বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে আত্মপ্রকাশ সংগঠনের স্বেচ্ছাসেবীরা। প্রাথমিকভাবে ১৫০ পরিবারের মাঝে বিতরণের লক্ষ্য থাকলেও সকলের সহযোগিতায় আরও বেশি পরিবারে ইফতারের উপহার পৌঁছে দিতে পারবো আমরা ইনশাআল্লাহ। তিনি আরও বলেন এতো বড় কর্যক্রম চালাতে ব্যাপক অর্থের প্রয়োজন, আমাদের ভালো কাজ দেখে যে সকল ভায়েরা আমাদের অর্থ দিয়ে শ্রম দিয়ে সাহায্য সহযোগীতা করেছেন, সংগঠনের পক্ষ থেকে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানায়। আর যদি কেও স্ব-ইচ্ছায় আমাদের অর্থ দিয়ে সহযোগিতা করতে চাই তাবে সেটা সাদরে গ্রহন করা হবে।
আত্মপ্রকাশ সংগঠনের সদস্যদের কার্যক্রম সম্পর্কে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালি বলেন, আত্মপ্রকাশ সংগঠনের সদস্যদের কার্যক্রম নিসন্দেহে প্রসংসার দাবিদার। তারা যে ভাবে সমাজের হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে এভাবে যদি সমাজের ধনাঢ্য বেক্তিরা অসহায় মানুষের পাশে দাড়াত তাহলে সমাজে কোন মানুষ অনাহারে থাকত না। তাই আমি সমাজের সকল বিত্তবানদের অসহায়ের পাশে দাঁড়ানোর আহবান জানায়।
আত্মপ্রকাশের কার্যক্রম সম্পর্কে মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। আত্মপ্রকাশ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা যে ভাবে সমাজের সকল ভালো কাজগুলো একত্রিত ভাবে কাধে-কাধ মিলিয়ে করে যাচ্ছে সত্তিই প্রশংসনিয়। তাদের মতো সমাজের প্রতেকটা মানুষ যদি সকল ভালো কাজে এগিয়ে আসতো তা হলে আজকের সমাজটা হতো কলুষিত মুক্ত। আমাদের প্রতেকের উচিত আত্মপ্রকাশের মতো অসহায় মানুষের পাসে দাড়ানো। তাহলে সমাজে কেউ আর না খেয়ে অর্ধহারে থাকবে না।
Leave a Reply