বিশেষ প্রতিনিধি : দেশের খ্যাতিমান নাট্যপরিচালক জিএম সৈকত তার জন্মভূমি সাতক্ষীরা জেলাতে বিভিন্ন স্পটে প্রকৃতি টিমের ব্যানারে “বলদ জামাইয়ের এর ওয়েস্টার্ন বউ” নাটকের কিছু অংশ শুটিংয়ের কাজ শেষ করেছে।
নাটকে অন্যান্য পেশাদারি শিল্পীদের সাথে নতুন মুখ হিসেবে অভিনয় করেছেন। সাতক্ষীরা কালিগঞ্জের সন্তান দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বিশেষ প্রতিনিধি, গন টিভির নিজস্ব প্রতিনিধি, জিএম মামুন।
নাট্য পরিচালক জিএম সৈকত, ডাইরেক্টর অভির হাত ধরে প্রথমবারের মতো নতুন মুখ হিসেবে। সাংবাদিক জিএম মামুনকে “বলদ জামাই এর ওয়েস্টার্ন বউ” নাটকে অভিনয় করার সুযোগ দিয়েছেন। পরিচালক ও ডাইরেক্টর জানিয়েছেন নাটকটি খুবই দ্রুত “বৈশাখী টিভিতে” প্রচার হবে। নাটকের আরও তিন নতুন মুখ হিসেবে অভিনয় করেছেন এসএম আবু রায়হান, আবু মুসা, তপু।
টিভি নাটক “বলদ জামাইয়ের ওয়েস্টার্ন বউ”নাটকটি পরিচালক জিএম সৈকত তার সাতক্ষীরার ভাষা, সংস্কৃতি, এবং শৈশব কিশোরের স্মৃতি ভাষা মিশ্রিত কিছু স্থানে শুটিং করেন।
নাটকের ডাইরেক্টর সুচতুর অভিনেতা অভি, “বলদ জামাইয়ের ওয়েস্টার্ন বউ” নাটকের শুটিং টাইমে একজন প্রফেশনাল ডাইরেক্টর হিসেবে পেশাদারি ও নতুন নাট্য শিল্পীদের কাছে সুদক্ষ নির্দেশনা ও কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন। নাটকে বলদ জামাই হিসেবে অভিনয় করেছেন। পরিচালক জি এম সৈকত, নায়িকা হিসেবে অভিনয় করেছেন অভিনেত্রী সঞ্চিতা রায়।
জি এম সৈকত তার জন্মভূমি সাতক্ষীরার দেবহাটা উপজেলায়। বর্তমান তার স্ত্রী জিএম স্পর্শ, দেবহাটা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান, জি এম সৈকত একজন খ্যাতিমান নাট্যপরিচালক পাশাপাশি অভিনেতা এবং মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সারা বাংলাদেশের চেয়ারম্যান ইতিমধ্যে তিনি আলোচিত নাটক সুইপার, নেতা, সহ বিভিন্ন নাটকে তুখোড় অভিনয় করে মানুষের মনের মনি কোঠায় স্থান করে নিয়েছেন।
Leave a Reply