দেবহাটা প্রতিনিধি: নলতা ইউনিয়নের সেহারা সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গরীব, অসহায়, দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দাতা সংস্থা নভো জীবন ইউকে এর সহযোগীতায় নবজীবন সাতক্ষীরা ও নলতা ইউনিয়নের সমাজ উন্নয়ন ফাউন্ডেশন (এসডিএফ) এর বাস্তবায়নে গরীব, অসহায়, প্রতিবন্ধী পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আবদুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন এমজেএফ’র নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, নবজীবনের প্রোগ্রাম কো-অডিনেটর মল্লিক মোস্তফা নাহিদ হোসেন, স্পন্সর ম্যানেজার রাসেল চৌধুরী, প্রোগ্রাম অফিসার আশিকুরজ্জামান, ।
এসময় খাদ্য সহায়তার অংশ হিসাবে চাল, আটা, সোয়াবিন তেল, চিনি, গুড়া দুধ, খেজুর, সেমাই, ছোলা সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। চলমান প্রাকৃতিক দূযোগ ও আসন্ন ঈদ উপলক্ষে এ সহায়তা পেয়ে গরীব, অসহায়, দুস্থ পরিবারের মাঝে হাসি ফুটেছে। উল্লেখ্য যে, শুরু হওয়া এ খাদ্য সহায়তা কর্মসূচি চলমান রয়েছে।
Leave a Reply