শহর প্রতিনিধি: নলকুড়া কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের নলকুড়া কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানার আয়োজনে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি কাজী আবু হেলাল’র সভাপতিত্বে ও সেক্রেটারী ডা. শেখ রাশিদ আহমেদ’র সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“লাবসা ইউনিয়ন একটি ঐহিত্যবাহী এবং শিক্ষিত মানুষের এলাকা। নলকুড়া কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানার কার্যক্রম খুবই ভালো। এই এতিম বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এই দুদিনের দুনিয়ায় আমরা যা কিছু করবো মানুষের কল্যাণে করবো। তাহলে উভয় জগতে মহান আল্লাহ আমাদের ভালো করবেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহবান জানান এবং এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।”দোয়া ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আরটিভি, বাংলাভিশন, চ্যানেল আইয়ের ইসলামী আলোচক হাফেজ মাওলানা মো. মনোয়ার হোসেন মোমীন, থানাঘাটা জামে মসজিদের ইমাম মাওলানা মো. শহিদুল ইসলাম, নলকুড়া কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি ইলিয়াছ খান প্রমুখ। দোয়া ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এমপি রবি কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানার নির্মাণাধীন মসজিদের কাজ পরিদর্শণ করেন এবং মসজিদ নির্মাণে তার পক্ষ থেখে আর্থিক সহযোগিতার আশ^াস দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমিহীন নেতা শেখ রিয়াজুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ নেতা শেখ রিজভী আহমেদ, কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানার পরিচালনা কমিটির সদস্য মীর তুহিন হাসান, শেখ আবিদ হাসান রিপন, আব্দুল আলিমসহ নলকুড়া কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আরটিভি, বাংলাভিশন, চ্যানেল আইয়ের ইসলামী আলোচক হাফেজ মাওলানা মো. মনোয়ার হোসেন মোমীন।
Leave a Reply