কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসের আয়োজনে ২৪ নভেম্বর বুধবার সকাল ১০ টা হতে দীর্ঘ সময় ব্যাপী কলেজের আইসিটি হলরুমে প্রিজাইডিং অফিসারদের অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী’র সভাপতিত্বে এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুলিয়া ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার মো.শাহজাহান এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: জামিল হোসেন ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার মো: নাজমুল কবীর।
উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাচন অফিসার ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সখীপুর, নওয়াপাড়া ও দেবহাটা সদর ইউনিয়নের রিটার্নিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন অফিসার শেখ শরিফুল ইসলাম, অন্যান্য প্রশিক্ষকবৃন্দ, ৫১ টি কেন্দ্রের জন্য (৫ জন রিজার্ভসহ) ৫৬ জন প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এর আগে ২৩ নভেম্বর মঙ্গলবার সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে দিনব্যাপী ২৬৭ জন সহকারী প্রিজাইডিং অফিসারের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার সমাপনী দিনে প্রধান অতিথি সহ বক্তাগণ বলেন- ২৮ নভেম্বর রবিবার সকাল ৮টা হতে বিকাল ৪ টা পর্যন্ত দেবহাটা উপজেলার ৫ টি ইউনিয়নের ৫১ টি কেন্দ্রে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। বিধায় সকল প্রিজাইডিং অফিসার সহ সংশ্লিষ্ট সকল ভোটগ্রহণ কর্মকর্তাদের তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহবান জানান।
Leave a Reply