দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালিত হয়। শুরুতে একটি র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় সমবেত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু। উপস্থিত ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল ওহাব, আইডিয়ালের নির্বাহী পরিচালক ডাঃ নজরুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, সুশীলনের ম্যানেজার রাসেল আহম্মেদ প্রমুখ।
এসময় বক্তরা বলেন, দেবহাটাকে তামাকমুক্ত করতে বেশি বেশি ক্ষতির কারণ মানুষের মাঝে তুলে ধরতে হবে। তামাক কেনা বেচা বন্ধ করতে মানুষকে উদ্ভুদ্ধ করতে হবে। তামাকমুক্ত দেশ গড়তে সবাইকে শফত নেওয়ার আহবান জানানো হয়।
Leave a Reply