দেবহাটা ব্যুরো: দেবহাটায় বিনামূল্যে নাক-কান-গলা বিষয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে দিন ব্যাপী সখিপুর ইউনিয়ন পরিষদে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগীতায় ও সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর বাস্তায়নে স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় মহান শহীদ দিবস উপলক্ষে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত থেকে রোগী পর্যবেক্ষণ করে প্রেসক্রিপশন প্রদান করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (নাক, কান, গলা বিভাগ) নারায়ন প্রসাদ সান্যাল। স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন করেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাস সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক (মাইক্রোফাইন্যান্স) মিজানুর রহমান, ওবায়দুল হক, আলমগীর হোসেন, বেলাল হোসেন, জহিরুল ইসলাম, ইমরুল হাসান, মমিনুর রহমান, ডাক্তার আব্দুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক বৃন্দ। স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করেন ডাক্তার মনোজ কুমার হালদার ও শামীমা খাতুন।
Leave a Reply