কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটার কুলিয়ায় ফেয়ার মিশনের আয়োজনে ৯তম ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পারুলিয়া ফেয়ার মিশন সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে, খাসখামার সেচ্ছাসেবী মানবিক সংগঠনের সহযোগিতায় শুক্রুবার ১৪অক্টোবর খাসখামার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফেয়ার মিশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কাদের মহিদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। গ্রামীন চক্ষু হাসপাতাল পরিচালক রিয়াজুল রহমান, দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি ও কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান, ফেয়ার মিশনের কেন্দ্রীয় সভাপতি হাবিবুর বাশার, প্রভাষক সিদ্দিকুর রহমান। এসময় আরোও উপস্থিত ছিলেন, ফেয়ার মিশন খাসখামার সভাপতি আব্দুর সাত্তার, ফেয়ার মিশনের কুলিয়া সভাপতি মোস্তফা কামাল ও সাধারন সম্পাদক আবু রায়হান প্রমুখ। সকাল ৯টা হতে বেলা ১টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পে ডাঃ শরিফুল ইসলাম(এম বি বি এস, এফ সি পি এস) সার্জেরি ও মেডিসিন বিষয়ে, ডাঃ বিপ্লব মন্ডল (এম বি বি এস) মেডিসেন বিশেষজ্ঞ, ডাঃ ফরহাদ হোসেন (এম বি বি এস), ডাঃ আরাফাত আযম ( এম বি বি এস) সিরা বিষয়ে অভিজ্ঞ, ডাঃ শামিম আল মাহবুর চক্ষু বিষয়ে বিশেষজ্ঞ সহ ৬জন ডাক্তার ফ্রি চিকিৎসা প্রদান করেন। মাদার তেরেসা ডায়াগনস্টিক সেন্টার থেকে ফ্রি ডায়বেটিস ও রক্তের গ্রæপ পরিক্ষা করা হয় এবং রোগীদের ফ্রি ঔষধ দেওয়া হয়।
Leave a Reply