বিশেষ প্রতিনিধি:: ‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটার কুলিয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে। বুধবার (৯এপ্রিল) সকাল ১০ঘটিকায় কুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ও রাইট টু গ্রো ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে একটি বর্ণাঢ্য র্যালী কুলিয়ার বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ শেষে কুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডল, কুলিয়া ইউপি সচিব ফারুক হোসেন, রাইট টু গ্রো প্রজেক্টের প্রজেক্ট অফিসার আবেদা সুলতানা, ইউপি সদস্যা ফতেমা খাতুন, শ্যামলী রাণী, ইউপি সদস্য আ: হান্নান, প্রেম কুমার, সমাজসেবক মাসুম চৌধুরী, স্বাস্থ্য সহকারী, নার্স ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীগন, কুলিয়া ইউনিয়ন ফ্যাসিলিটেটর, কমিউনিটি প্রোমোটরসহ গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, চিকিৎসা মানুষের অন্যতম মৌলিক চাহিদা। জনগণের এই চাহিদা পূরণ করতে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের কাজ করে যেতে হবে। সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ফলে দেশের স্বাস্থ্যসেবা খাতে অভূর্তপূর্ব অগ্রগতি অর্জিত হয়েছে। মা ও শিশুদের টিকা প্রদানের ক্ষেত্রেও বাংলাদেশের সাফল্য বিশ^ব্যাপী ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। তাঁরা আরও বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার সারাদেশে ছয় হাজার মানুষের জন্য একটি করে কমিনিউটি ক্লিনিক স্থাপন করেছে। এই ক্লিনিক থেকে বিনামূল্যে ২৭ রকম ঔষধ প্রদান করা হচ্ছে।
Leave a Reply