স্টাফ রিপোর্টার: দেবহাটায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত ও বাস্তবায়িত সকল প্রকল্প ও প্রকল্প ভিত্তিক কার্যক্রম সম্পর্কে শেয়ারিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান।
ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় ও সুশীলন কর্তৃক বাস্তবায়িত দেবহাটা এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার টিপু সুলতানের সঞ্চালনায় সভায় উপজেলার সকল উন্নয়ন কর্মকান্ডের সংক্ষিপ্ত বিবরণী উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লাবলু খান। প্রকল্প গুলোর মধ্যে দেবহাটা এরিয়া প্রোগ্রাম বাস্তবায়ন করে সুশীলন, ইয়্যুথ এমপাওয়ার্ড প্রোজেক্ট বাস্তবায়ন করে উত্তরণ ও রাইট টু গ্রো প্রোজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিজেই বাস্তবায়ন করছে। এসব প্রকল্প ও প্রোগ্রামের মাধ্যমে উপজেলার শিশু, যুবক-যুবতী, মায়েদের স্বাস্থ্য ও পুষ্টি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সচেতনতা সৃষ্টি ক্যাম্পেইন, স্থানীয় প্রতিষ্ঠান ও স্থানীয় সরকারের সাথে অ্যাডভোকেসি, অসচ্ছল পরিবারে জীবিকায়নের সহায়তা ও কমিউনিটির মানুষের অংশীদারিত্ব ও মালিকানাসহ স্পন্সরশীপ প্রোগ্রাম নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রাণি সম্পদ অফিসার তহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. পলাশ দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন সহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র চলমান কার্যক্রমের প্রশংসা কে সখিপুর ইউনিয়নকে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আওতায় নেয়ার আহŸান জানান।
Leave a Reply