ন্যাশনাল ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, বিশ্বে অষ্টম মৃত্যুর কারণ সড়ক দুর্ঘটনা। সারা বিশ্বজুড়ে সড়ক দুর্ঘটনা ঘটছে। এরই মধ্যে এটি কমাতে আইন নিয়ে কাজ করা হচ্ছে। ১১১টি সুপারিশ আসছে সেটি নিয়ে কাজ চলছে। যাতে এটি আলোর মুখ দেখে এবং যাতে দ্রুত বাস্তবায়িত হয়।
শনিবার (২৮ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৯ম মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।এ সময় তিনি জানান, ২০১৯, ২০২০ ও ২০২১ এই তিন বছরে সড়ক দুর্ঘটনায় আর্থিক ক্ষতি ১ লাখ ৯ হাজার কোটি টাকা।
এসময় চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, যা দিয়ে দুই-তিনটা পদ্মা সেতু হতে পারতো। তাকে সমর্থন করেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাইট। আর এই দুর্ঘটনায় দেশের কর্মক্ষম ব্যক্তিরাই নিহত হন। যাদের বেশির ভাগই যুবক। আমাদের দেশের ভবিষ্যৎ। যাদের নিয়ে আমরা স্বপ্ন দেখি। নিহতদের ৫৪ শতাংশ ব্যক্তিদের বয়স ১৬-৪০। ২০২১ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩২০৪ টি। এতে প্রাণ হারিয়েছেন ৩৪৭৬ জন। আসাদুজ্জামান খান বলেন, পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করে জেলখানায় নিলাম, ফাইন করলাম কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে আমাদের সবাইকে সচেতন হওয়া। আমরা যদি আইন মেনে চলি, সচেতন হই। আমরা যদি বাস্তবতার নিরিখে কাজ করি তাহলে অবশ্যই আমরা বাংলাদেশেও সড়কে মৃত্যুর হার কমাতে পারবো এবং নিরাপদ সড়ক চাই সেটি দিকেও এগিয়ে যেতে পারবো।
সবাই সচেতন হলেই ইনশাআল্লাহ সড়কে মৃত্যুর হার কমবে। পাশাপাশি পরিবহন শ্রমিকদের বলবো আপনারা ফিটনেস বিহীন গাড়ি রাস্তায় নামাবেন না, কেননা আমরা এই বিষয়ে কঠোর হচ্ছি। আমরা নিরাপদ সড়ক সবাই চায়, আমিও চাই। আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। ট্রাফিক আইন মানতে হবে। আমাদের সিট বেল্ট ব্যবহার এবং সড়কে গতি নিয়ন্ত্রণ করতে হবে। আমরা অনেকেই সেটি করি না। আমাদের আইন মেনে চলার প্রবণতা নিয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, সড়কে দুর্ঘটনা কমাতে সবার আগে মানসিকতার পরিবর্তন আনতে হবে। যে যানবাহন চালায়, তাকে আরও বেশি মানবিক হতে হবে।
প্রধান বক্তা নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও আয়োজনের সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, আমাদের দেশ, আমাদের মানুষ। তাই আমাদেরই এগুলো করতে হবে। সেজন্যই ঢাকার বাইরে এতগুলো শাখা করেছি, যেন তারা সবাই নিজ নিজ এলাকার সড়ক নিরাপদ রাখতে পারে। আমরা চাই সড়ক দুর্ঘটনায় সবসময় নিজেকে আগে দেখতে হবে, পরিবর্তন হতে হবে। মূল কাজটা আমাদেরই করতে হবে। তাই আমাদের সবাই মিলে প্রচেষ্টা চালাতে হবে।
Leave a Reply