আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরার তালায় দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক আক্তারুল ইসলাম এবং সাতক্ষীরার স্থানীয় দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার আতাউর রহমানের উপর নেক্কার জনক সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা এর নেতৃবৃন্দ।
১৯ ডিসেম্বর বৃহস্পতিবার জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র সভাপতি- মো: খালিদ হোসেন, সহ-সভাপতি- মোঃ মিজানুর রহমান, এম এ কাশেম, সাধারণ সম্পাদক- জাতীয় দৈনিক আমাদের দেশ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বার্তা সম্পাদক মোঃ তুহিন হোসেন, সহ-সাধারণ সম্পাদক- জি এম রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক- কাজী মারুফ হোসেন, মোঃ খাইরুল বাসার, মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক- আব্দুল আহাদ, কোষাধ্যক্ষ- মোঃ আব্দুল মোমিন, দপ্তর সম্পাদক- সোহানুর রহমান শাহিন, তথ্য প্রযুক্তি সম্পাদক- আজিবর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক-মোঃ ফরিদ উদ্দীন, প্রচার সম্পাদক- মোঃ ইয়াছিন আলী, আলামিন রোকন, সমাজকল্যান বিষয়ক সম্পাদক-,জি এম আমিনুর হক, ক্রীড়া সম্পাদক- মোঃ রুহুল আমিন সুমন, সাংস্কৃতিক সম্পাদক- মিজানুর রহমান, নির্বাহী সদস্য মোঃ কবির হোসেন, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ হাফিজ, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মোজাম্মেল হক, আবুল হোসেনসহ সকল সদস্যবৃন্দ এক বিবৃতির মাধ্যমে সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
সে সাথে সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেন। জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র নেতৃবৃন্দ সাংবাদিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশসহ উক্ত সন্ত্রাসী হামলার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থার জোর দাবি জানিয়েছেন। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে। কিন্তু নির্যাতিত সাংবাদিকরা এর কোন প্রতিকার পাচ্ছে না। এভাবে চলতে দেওয়া যায়না। আমরা হামলাকারি ও ইন্ধানদাতাদের দ্রুত গ্রেপ্তারসহ এর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২ টার দিকে ইসলামকাটী ইউনিয়ন পরিষদে সংবাদ সংগ্রহ করার উদ্দেশ্যে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা নারী লোভী, নারী নির্যাতনকারী, বহু বিবাহের হোতা রমজান আলী কতৃক সাংবাদিক আক্তারুল ইসলাম ও সাংবাদিক আতাউর রহমান সন্ত্রাসী হামলার শিকার হন।
Leave a Reply