স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মো. আফসার আলীর ট্রাক প্রতীকের অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে সাতক্ষীরা সদর আসনের স্বতন্ত্র প্রার্থী সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী মো. আফসার আলী ভাড়ুয়াখালি ও কাথন্ডা বাজার ট্রাক প্রতিকের নির্বাচনী অফিস উদ্বোধন করেন। পরে তিনি সদর উপজেলার ভাড়ুয়াখালি বাজার, এলাকায় নির্বাচনী পথসভা ও বিভিন্ন স্থান গণসংযোগ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাক প্রতিকের নির্বাচনী প্রধান সমন্বয়ক ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আসাদুর রহমান আসাদ, সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. গোলাম আজম, সফল উদ্যোক্তা ও তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভন, মিলন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। উদ্বোধনী বক্তব্য আলহাজ্ব আফসার আলী বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার ট্রাক প্রতীকে ভোট দিয়ে সাতক্ষীরা সদর আসনের উন্নয়ন করার সুযোগ দিবেন। আমি বিশ্বাস করি আপনারা ট্রাক প্রতিকে ভোট দিয়ে সাতক্ষীরা সদর আসনকে সন্ত্রাস, মাদকমুক্ত ও মডেল সংসদীয় এলাকায় রুপান্তর করতে সহায়তা করবেন।
Leave a Reply