নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবিরের সাথে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার নব নির্বাচিত নেতৃবৃন্দগণ মতবিনিময় করেছেন। ১১ জানুয়ারী বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় কালে সংগঠনের সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র সংগঠনের পরিচিতি তুলে ধরেন, সাথে সাথে সাতক্ষীরা জেলার সাংস্কৃতিক অঙ্গন কে বঙ্গবন্ধুর চেতনায় সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাবেন বলে জেলা প্রশাসককে অবহিত করেন। সংগঠনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট কণ্ঠশিল্পী কুমার ইন্দ্রজিৎ সাধু শুভেচ্ছা বক্তব্যে বলেন, জেলার তৃণমূল পর্যায়ে এই সংগঠনের কার্যক্রম কে গতিশীল করে প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাসী শিল্পী, সাহিত্যিক, অভিনেতা ও মূল ধারার প্রকৃত সংগঠকদেরকে নিয়ে কমিটি গঠন করা হবে। এ সময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান। আলোচনা পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি মোকাম আলী খান, মাহবুব হোসেন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, রণজিত ঘোষ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সোহরাব হোসেন, মিলন, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মুন্না, মিশুক, মনি, সংগঠনের তালা উপজেলার সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল ইসলাম, সৈয়দ জুনায়েদ আকবর প্রমূখ।
Leave a Reply