নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে জেলা ছাত্রলীগের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহিদ আব্দুল রাজ্জাক পার্ক থেকে জেলা ছাত্রলীগের আয়োজনে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে শহীদ রাজ্জাক পার্কে এসে সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সাতক্ষীরা সদর -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন প্রমুখ। এসময় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply