নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার সকল মাধ্যমিক ও দাখিল সমমান শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা ২০২২ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯ টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি’র পাঠ কক্ষে ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায়, পাবলিক লাইব্রেরি’র সভাপতি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথি বলেন ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধিই খাদ্য নিরাপত্তার প্রধান হুমকি” বিতর্কের বিষয় হলেও আমি মনে করি আমাদের বাংলাদেশের জনসংখ্যা দেশের অভিশাপ নয়। কারণ আমাদের জনসংখ্যা সম্পদে পরিনত হয়েছে। জনসংখ্যা অভিশাপ নয়, দেশের অর্থনীতি চাঙ্গা রেখে সেটা প্রমাণ করেছে প্রবাসে থাকা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে উন্নত কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রবাসে যুব সমাজ বৈদেশিক মূদ্রা অর্জনে এবং দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পুন্নতা অর্জন করেছে। আমাদের দেশে স্বপ্নের পদ্মাসেতু ও কর্ণফূলি টানেল তৈরী হয়েছে। বিশ্ব দেখেছে বাংলাদেশ পারে। তিনি আরো বলেন, আমি জঙ্গিমুক্ত ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর সাতক্ষীরা গড়ার স্বপ্ন দেখি। এই স্বপ্ন পূরণে সকলের সহযোগিতা দরকার। সকলের প্রচেষ্টায় হতে পারে মডেল সাতক্ষীরা।”
বিশেষ অথিতি ছিলেন জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সহকারী জজ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ-আল-হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদ, সদর সহকারি কমিশনার (ভূমি) মো. আজহার আলী প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে জেলা তথ্য অফিস সাতক্ষীরা কর্তৃক চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে প্রকাশিত সচিত্র বাংলাদেশ ও নবারুণ পত্রিকা বিতরণ করা হয়। বিতর্কের বিষয় ছিল-ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধিই খাদ্য নিরাপত্তার প্রধান হুমকি। বিতর্ক প্রতিযোগিতায় সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার মোট ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে সচিত্র বাংলাদেশ ও নবারুণ পত্রিকা তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, আব্দুর রব ওয়ার্ছি, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি’র সহ-সভাপতি গাজী আবুল কাশেম, সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি’র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু।
Leave a Reply