ডুমুরিয়া প্রতিনিধি: চুকনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল চুকনগর ও খর্নিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে এই অভিযান পরিচালিত হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক (সংযুক্ত) প্রনব কুমার প্রামানিক অভিযানে নেতৃত্ব দেন।ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রমের নকল/ভেজাল, মেয়াদ, মুল্য তালিকা, মুল্য কারসাজি ইত্যাদি অপরাধ প্রমাণিত হওয়ায় চুকনগর বাজারের আপন কসমেটিক্সকে কার্যক্রমের ৪১ ধারায় ৩ হাজার, আদর্শ কসমেটিক্সকে ৩৭ ধারায় ৫ হাজার ও ৪১ ধারায় ৫ হাজার এবং খর্নিয়া বাজারের বিসমিল্লাহ ষ্টোরকে ৩৭ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Leave a Reply