কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার ভান্ডারখোলা, মোমিনপুর-মহাদেবপুর সড়কের গ্রামীণ কাঁচা রাস্তায় কাদার কারণে ৪ গ্রামের হাজারও মানুষের চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে। দুই কিলোমিটারের অধিক ঐ রাস্তায় বর্ষা মৌসুমে চলাচলে ভোগান্তি তীব্র আকার ধারণ করে। একটু বৃষ্টি হলেই রাস্তা কর্দমাক্ত হয়ে পায়ে হেঁটে চলাচলের ও অনুপযোগী হয়ে পড়ে। রাস্তাটি বহু বছরের পুরাতন হলেও বছরের পর বছরেও পাকা না হওয়ায় ঐ সড়কের ভান্ডারখোলা, খোপদহি, মোমিনপুর ও মহাদেবপুর গ্রামের মানুষের ভেতর তীব্র ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন সময়ে রাস্তাটি পাকাকরণের জন্য উর্ধ্বতন কর্মকর্তারা কয়েক দফা মেপে জরিপ করে গেলেও কর্তৃপক্ষ কোন কার্যকর পদক্ষেপ নেয়নি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ও হাসানপুর ইউনিয়নের মধ্যবর্তী ভান্ডারখোলা থেকে মহাদেবপুর পর্যন্ত দুই কিলোমিটারের অধিক এ রাস্তাটি ৪ গ্রামের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। ভ্যান, ইজিবাইকসহ বিভিন্ন আঞ্চলিক যানবাহন ঐ সড়ক দিয়ে চলাচল করে থাকে। বর্ষা মৌসুমে এ সড়ক কর্দমাক্ত হয়ে যাওয়ায় মোমিনপুর আর কে এম দাখিল মাদ্রাসা ও মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের চলাচলে ব্যাপক ভোগান্তি দেখা দেয়। যানবাহন চলাতো দূরের কথা, তখন পায়ে হেঁটেও চলাচল করা কষ্টকর হয়ে পড়ে। অসুস্থ কোন ব্যক্তিকে জরুরি ডাক্তারের কাছে নিতে হলেও পড়তে হয় বিপাকে। ঐ সড়ক দিয়ে চলাচলকারী শিক্ষার্থী মিম দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে বলেন সড়কে কাঁদার কারণে আমরা অনেক ছাত্র ছাত্রী বর্ষার মৌসুমে স্কুল, কলেজে যেতে পারি না। ঐ এলাকার বৃদ্ধা নোয়াবাড়ি মোড়ল বলেন প্রতি বছর বর্ষার মৌসুমী এই রাস্তা দিয়ে মানুষের চলাচল করতে খুবই সমস্যা হয়। রাস্তাটি পাকাকরণের জন্য কয়েক দফা মেপে জরিপ করে গেলেও সেটার কোন বাস্তবায়ন হয়নি।
হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে বলেন, এ বিষয়টি এমপি মহোদয় (সংসদ সদস্য শাহীন চাকলাদার) কে জানানোর পর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ঐ রাস্তাটি পাকাকরণের বিষয়ে অনুমোদন পেয়েছি। খুব শীঘ্রই সড়কটির কাজ শুরু হবে বলে আশা করছি।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে বলেন ঐ সড়কের ২.৩০কিলোমিটার রাস্তাটি কাঁচা রয়েছে। বরাদ্ধ সাপেক্ষে নতুন প্রকল্পের আওতায় রাস্তাটি কার্পেটিং করা হবে।
Leave a Reply