বিশেষ প্রতিনিধি: কুলিয়ায় আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে মত বিনিময় সভা ও কৃষি উপকরন বিতরন কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে। শনিবার ১৪মে বেলা ২টায় কুলিয়া ইউনিয়ন পরিষদ মিলানায়তনে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আছাদুল হকের সভাপতিত্বে কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিধান বর্মনের সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ. ফ. ম রুহুল হক(এমপি) । তারপূর্বে বেলা ১১.৩০মিনিটে কুলিয়া ইউনিয়নের সুবর্নবাদ সেন্ট্রাল হাইস্কুলের ৪তলা উদ্ধোধনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১টার সময় বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয় এর নতুন ভবনের শুভ উদ্ধোধন করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস উপহার প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক (এমপি) তার বক্তব্যে বলেন বর্তমান সরকারের উন্নয়ন মূলক সকল কাজে বিরোধী দল বাঁধা গ্রস্থ করছে, বিরোধী দল বলেন দেশের কোনো উন্নয়ন হয়নি, আপনারা সাতক্ষীরার মানুষ বাইপাস সড়ক ও সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালটি আপনাদের চোখে কী পড়ে না? আমি সাতক্ষীরার জন্য যা চেয়েছি প্রধান মন্ত্রী শেখ হাসিনা তাই দিয়েছেন। তাছাড়া জেলার অসমাপ্ত কাজ গুলো প্রধান মন্ত্রীর হাত দ্বারা শেষ করবো ইনশাআল্লাহ। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হাসান সিদ্দিকী। আরোও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড ওসমান গনি, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম ও আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সম্ভজীত। এসময় দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আযহারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় অনুষ্ঠান শেষে চেয়ারম্যান আছাদুল হকের বাগান বাড়িতে মধ্যান্যভোজ করেন এবং বিকাল ৪.৩০মিনিটে কুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠ উদ্ধোধন করেন, এবং সেখানে বাঙালির ঐতিহ্যবাহী লাঠি ও সার্কেস খেলা উপভোগ করেন। এসময় জেলা পরিষদের সাবেক সদস্য, মানবতার ফেরিওয়ালা আল ফেরদাউস আলফাও উপস্থিত ছিলেন।
Leave a Reply