বিশেষ প্রতিনিধি:: “স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে, খাবার খাবো পুষ্টিমানে” এ প্রতিপাদ্য বিষয়কে নিয়ে দেবহাটার কুলিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন করা হয়েছে। শনিবার (১১মে) সকাল ১০টায় টিকেট কমিউনিটি ক্লিনিকের সামনে “রাইট টু গ্রো প্রজেক্ট” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দেবহাটার আয়োজনে উক্ত পুষ্টি সপ্তাহ পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর AHI দিপা রানী অধিকারী, টিকেট কমিউনিটি ক্লিনিক এর CHCP সুপ্রিয়া সরকার, Fwa মনিরা খাতুন, “রাইট টু গ্রো প্রোজেক্টের” অ্যাডভোকেসি অফিসার উজ্জ্বল কুমার পল, ইউনিয়ন ফ্যাসিলিটেটর এস,এম সাইফুল ইসলাম ও কুলিয়া ইউনিয়ন সিএসও প্রতিনিধি, নারী উদ্যোক্তা সহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় সুষম ও পুষ্টিকর খাদ্যের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করা, সুস্থ ও ফিট থাকার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণে সচেতন করা,কিশোর-কিশোরী, শিশুদের ও মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সু-স্পষ্ট ধারনা দেওয়া। সরকারি নীতি ও পরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাসহ পুষ্টি সপ্তাহের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করা হয়।
Leave a Reply