কে এম রেজাউল করিম দেবহাটা : আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী আসাদুল ইসলাম মনোনয়পত্র দাখিল করেছেন। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাচন অফিসারের নিকট শেখ হাসিনার পক্ষে মনোনয়পত্র জমা দেন তিনি। এসময় জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল মোমিন, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃববৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় ইউপি চেয়াম্যান প্রার্থী আসাদুল ইসলাম বলেন, শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করেছেন তাই নৌকা প্রতিক দিয়েছেন। আশা করি ইউনিয়নের মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি নির্বাচিত হলে ইউনিয়নের অসম্পূর্ণ রাস্তাঘাট, ব্রিজ, অবকাঠামোর উন্নয়ন করবো। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, বিনোদনের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। তাই গুজবে বা অপপ্রচারে কেউ বিভ্রান্ত না হয়ে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করুন।
Leave a Reply