জি এম মামুন বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ শ্যামনগর মহাসড়কে দুদলী নতুনহাট নামক স্থানে মোটরসাইকেল এবং মাইক্রো বাসের সংঘর্ষে কালীগঞ্জ মৎস্য ফ্যাক্টরিতে কর্মরত কামরুজ্জামান টুকু সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত।
রবিবার ২৭/২ তারিখে সকাল আনুমানিক ৬.৫০ মিনিটে কামরুজ্জামান টুকু প্রতিদিনের ন্যায় মৎস্য ফ্যাক্টরিতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়। কালিগঞ্জ শ্যামনগর মহাসড়কের কালিগঞ্জ নুতুন হাট রাইস মিলের সামনে পৌঁছালে। শ্যামনগর থেকে আগত একটি সাদা কালারের মাইক্রো কামরুজ্জামান টুকুর ব্যবহারিত লাল কালারের অ্যাপাচি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
কামরুজ্জামান টুকু মোটরসাইকেলসহ সিটকিয়ে গুরুতর আহত হয়। এবং মোটরসাইকেলের বিভিন্ন জায়গায় ভেঙে চালাবার অনুপযোগী হয়ে যায়। পরবর্তীতে কামরুজ্জামান টুকুর অবস্থা গুরুতর আহত দেখে স্থানীয়রা কালিগঞ্জ হাসপাতালে পাঠিয়ে দেয়।
কামরুজ্জামান টুকুর স্ত্রী নুরনাহার বেগম জানান আমার স্বামী কালিগঞ্জ একটি মৎস্য ফ্যাক্টরিতে কাজ করে। সকালে বাড়ি থেকে ফ্যাক্টরির উদ্দেশ্যে বাহির হলে। শ্যামনগর থেকে আগত ঘাতক মাইক্রবাস আমার স্বামীকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এমত অবস্থায় স্থানীয়রা আমার স্বামী কামরুজ্জামান টুকু কে দ্রæত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এবং স্থানীয়রা আমার স্বামীর ব্যবহৃত মোটরসাইকেল আমার পরিবারের কাছে বুঝিয়ে দেয়। বর্তমান আমার স্বামীর অবস্থা আশঙ্কাজনক ।
Leave a Reply