শিমুল হোসেন,কালিগঞ্জ ব্যুরো চীফ: ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ এর অর্থায়নে, নেতৃত্ব দানকারী নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ)বাস্তবায়নকারী মিশন মহিলা উন্নয়ন সংস্থা। ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ এর অর্থায়নে নারী নেতৃত্বাধীন সিএসও দ্বারা স্থিতিস্থাপকতার উপর অংশগ্রহণমূলক কর্ম চঅজ প্রকল্পের অধিনে।
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নয় জন নারী কৃষককে ১০,০০০ (দশ হাজার) টাকা করে প্রদান করছেন মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র চেয়ারপার্সন ছকিনা পারভীন। কৃষি কাজ বাস্তবায়ন করার লক্ষ্যে ইনকাম জেনারেটিং কার্যক্রম মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ)উপকারভোগীদের সদস্য মোছাঃ ঝর্ণা খাতুন,মোছাঃ নুর জাহান খাতুন, আকলিমা খাতুন, তানজিলা পারভীন, সাবিনা ইয়াসমিন, রেকসনা পারভীন, মোছাঃ জাহানারা বেগম,রুবিয়া খাতুন,হাসিনা পারভীন।
Leave a Reply