নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মহাতাব উদ্দীন সড়ক দূর্ঘটনায় মারাতনক অসুস্থ্য। খুলনার সিটি মেডিকেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে গত কাল রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার উপজেলা ভাড়াশিমলার মোড়ে। জানা গেছে কালিগঞ্জ হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মহাতাব উদ্দীন মটরসাইকেলে যাওয়ার সময় একটি ভ্যানের সাথে দূর্ঘটনায় মারাতনক আহত হলে ডাঃ মহাতাব উদ্দীন মাথায় প্রচন্ড আঘাত পায় এবং রক্তাক্ত জখম হয়। তাকে দ্রুত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমান তিনি আইসিইউতে ভর্তি আছে। তার মাথায় রক্ত ক্ষরনের কারণে তিনি অচৈতন। বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে। তাকে জরুরী ভাবে অপারেশন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে। কলের পরিচিত মুখ ডাঃ মহাতাব উদ্দীনকে দ্রুত চিকিৎসা ও সুস্থ্যতা কামনা করেছে হাসপাতালের তার সহকর্মী ও তার পরিবারের সদস্য এবং গ্রামবাসী।
Leave a Reply