নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ টায় কালীগঞ্জ কলেজ এর আয়োজনে আনুষ্ঠানিকভাবে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে নবীন বরণ অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম এর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, উপজেলা আওলীগের যুগ্ন সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমুল প্রমূখ।
Leave a Reply