শিমুল হোসেন,কালিগঞ্জ ব্যুরো চীফ: কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়ানের বিষ্ণুপুর দাসপাড়া সর্বজনীন রাস মন্দির কমিটির আয়োজনে ৭ দিনব্যাপী ধর্মীয় ভগবত বাসুদেবায় হরের্ণাম, হরের্ণামৈব, কেবলম, শ্রী শ্রী কৃষ্ণস্য রাস যাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ ই নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিষ্ণুপুর বাজার সংলগ্ন রাস মন্দিরে এই ধর্মীয় রাস যাত্রা অনুষ্ঠানে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আফসার উদ্দিন। ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম,পীযূষ কান্তি রায়,জিএম আব্দুল কাদের,ইউপি সদস্যা লাইলী পারভীন,রোজিনা আক্তার, সাবেক ইউপি সদস্য শঙ্কার দত্ত, বিষ্ণুপুর বন্ধ মহল কমিটির সভাপতি রমেশ সরদার।দক্ষিণ শ্রীপুর ইউপি সদস্য আল মামুন, সাবিরউদ্দিন সবুজ,মিন্টু সম্রাট প্রমুখ।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিষ্ণুপুর রাসমেলা কমিটির সভাপতি গোবিন্দ দাস, সাধারণ সম্পাদক কালি দাস সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাত দিনব্যাপী যাত্রা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগামী ১২ নভেম্বর রাস যাএা সমাপ্ত হবে।
Leave a Reply