আব্দুল কাদের, নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ টু রতনপুর সড়কের কাজে ঠিকাদারের গাফিলতিতে কার্পেটিং না হওয়ায় জনদুর্ভোগ চরমে। কালিগঞ্জ উপজেলার রতনপুরের উত্তর দিকে আইডিয়াল কলেজের সামনে থেকে ধুলিয়াপুর হাইস্কুল পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কে ইট বালু দিয়ে কার্পেটিং এর জন্য বেড তৈরি করে রেখে দেওয়া হয়েছে দীর্ঘ প্রায় ৩/৪ মাস। সড়কের দীর্ঘদিন বেড তৈরি করে রাখলেও পিচ দেওয়া হচ্ছে না। এ কারণে যাত্রী ও জনসাধারণের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরিষ্কার ব্যাগ, জামাকাপড়, যানবাহন প্রতিদিন গুঁড়া ইটের ধুলা-বালিতে ময়লা হয়ে যাচ্ছে। সড়কের পাশের বসত বাড়িগুলোতে ইটের গুঁড়া বাতাসে উড়ে বাড়ির ভেতরে প্রবেশ করে বাড়ি গুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হচ্ছে। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসী এবং পথচারীদের। সংশ্লিষ্ট কাজের ঠিকাদার সহ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে সড়কটি দ্রুত পিচ দিয়ে কার্পেটিং করার জন্য কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করেছে ভুক্তভোগী জনসাধারণ ও এলাকাবাসী।
Leave a Reply