কালিগঞ্জ ব্যুরো চীফ: মুজিব বর্ষের অঙ্গীকার,রক্ষা করব ভোটাধিকার, এই স্লোগানকে সামনে রেখে। সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলায় জাতীয় ভোটার দিবস(২০২২) র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২রা মার্চ) সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালী ও উপজেলা প্রধান প্রধান সড়ক পরিদর্শন করেন। পরে উপজেলা অডিটোরিয়াম এর হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচনী কর্মকর্তা অনুজ গাঈনের সঞ্চালনায়, উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার খান মিরাজ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন,উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা তপন চক্রবর্তী,উপজেলা সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম,সাজেদুল হক সাজু প্রমুখ। এছাড়া উপজেলার সকল কর্মকর্তা ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
Leave a Reply