শিমুল হোসেন, কালিগঞ্জ ব্যুরো চীফ: গাছ লাগাও,পরিবেশ বাঁচাও, এই শ্লোগানকে সামনে রেখে। যেদিন সকলে বুঝবে বৃক্ষ ছাড়া মানুষের একদিনও চলে না,প্রতিটি নিশ্বাসের যে অক্সিজেন,তা বৃক্ষই উৎপাদন করে। সেদিনই কেবল,পরমবন্ধু বৃক্ষ’ নিধন রোধ হয়ে বৃক্ষ রোপণ অভিযান দ্রুত সম্প্রসারিত হবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে, এবং বেঁচে থাকার তাগিদে বৃক্ষরোপণ করার কোনো বিকল্প নেই।
কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর ৪৫ তম জন্মদিন উপলক্ষে ১২ নং মৌতলা ইউনিয়ন এর পানিয়া গ্রামে সানা পাড়া মসজিদ সংলগ্নে। রবিবার (১৩ ই মার্চ) বিকাল ৫টায় ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্বে বৃক্ষরোপণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাহিদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক আনিছ আহসান,নির্বাহী সদস্য রাশিদুল ইসলাম জয় বাংলা। ইউনিয়ন ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ইমরান হোসেন,ছাত্রলীগ নেতা মহররম হোসেন, মৌতলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা মঞ্চ কমিটি’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির (হিমেল)। ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, আব্দুল্লাহ আল মামুন। সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক আবু মুসা, ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মিলু। যুবলীগ নেতা নজিবুল্লাহ রহমান প্রমুখ।
Leave a Reply