শিমুল হোসেন,কালিগঞ্জ ব্যুরো চীফ: কালিগঞ্জ উপজেলার শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠান অতি উৎসাহ উদ্দীপনা’ র সাথে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১০টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফার রহমান মিন্টু সভাপতিত্বে ও শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাশেদ সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনু রহমান,কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন” সুস্থ সংস্কৃতিচর্চা মানুষকে উদারতা শেখায়,সবার সঙ্গে মিশতে শেখায়, সৃজনশীলতা তৈরি করে শিক্ষার্থীদের আনন্দে মাতিয়ে রাখে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার মতো কাজে তাদেরকে উজ্জীবিত করে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে এখন শুধু পড়া, পরীক্ষা আর অসুস্থ প্রতিযোগিতার মধ্যে হারিয়ে গেছে সংস্কৃতি চর্চা।শিক্ষাঙ্গনে একসময় সংস্কৃতি চর্চা ও খেলাধুলার সুযোগ ছিল অবারিত।
শিক্ষার্থীরা ক্লাসে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত সংস্কৃতির নানা বিষয় ও খেলাধুলা চর্চা করতো নিয়মিত।বিদ্যালয়ের পাঠাগারের বই পড়ার মাধ্যমেই শিক্ষার্থীদের মধ্যে সাহিত্যচর্চার অভ্যাস গড়ে উঠত। বই পড়ার সংস্কৃতি নিজের মধ্যে গভীরতা তৈরি করে, ভাবতে শেখায়।নিয়মিত চর্চার এক পর্যায়ে প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই বার্ষিক নাটক, আবৃত্তি, সঙ্গীত ,বিতর্ক,অভিনয়,কিরাত প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠিত হতো। হতো ক্রীড়া প্রতিযোগিতা ও ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে মনোনিবেশ করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী,জনপ্রতিনিধি,ছাত্র-ছাত্রীবৃন্দ,অভিভাবক বৃন্দ,সুধী ও সাংবাদিকবৃন্দ।আলোচনা সভা শেষে মনোভঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply