নিজস্ব প্রতিনিধি: আওয়ামী লীগ সভানেত্রী ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কালিগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার (১৭মে) বিকাল ৫টায় দিবসটি উপলক্ষে ফুলতলা মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বাহির হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু ম্যুরালের পদদেশে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগের সভাপতি মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ৭১সালের পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে ৭৫ সালের আগস্টে সপরিবারে হত্যা করে। দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশ থাকার কারণে প্রাণে বেঁচে যান। পরবর্তীতে শেখ হাসিনা দেশে আর না ফিরতে পারে সেই চক্রান্তে লিপ্ত ছিল স্বৈরাশাসক। কিন্তু সকল রক্তচক্ষুকে অপেক্ষা করে ১৯৮১ সালে ১৭ মে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বাংলার মানুষের ভোট ও ভাতের অধিকার আদায় করার লক্ষ্যে নিজ দেশে ফিরে আসেন। এসময় তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা কে আবারো ক্ষমতায় নিয়ে আসুন। বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা সচল রাখুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হাবিব ফেরদৌস শিমুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সজল মুখার্জি, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক কাজী আবদুর রহমান, দঃ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন গাইন, মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুকুল, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুনাহার, কৃষক লীগের সভাপতি আব্দুল রাজ্জাক, সেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান জামু, জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব আব্দুস সবুর প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আমির আলী খান, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ উজ্জ্বল, বিষ্ণুপুর যুবলীগের সভাপতি শাহ আলম, ছাত্রলীগ নেতা ওসমান খান, শ্রমিক লীগ নেতা আব্দুল কাদের, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফাতেমা আক্তার রিক্তা, উপজেলা তাঁতীলীগের সভাপতি আবু বক্কার সহ মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
Leave a Reply