1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় অর্ধেকে নেমেছে খেজুরের রস-গুড় উৎপাদন📰আশাশুনির প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে দস্যুবৃত্তি📰সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰দেবহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰আজ পবিত্র শবে মেরাজ📰সাতক্ষীরা-৩ আসনে কোন প্রার্থীর সম্পদশালী📰সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার যমুনা টিভির প্রতিনিধি📰সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমানত – ফয়েজ আহমদ তৈয়্যব📰লাবসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল📰সাতক্ষীরা-২ আসনে কে কত সম্পদশালী, শিক্ষায় এগিয়ে কে?

কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : মানুষের নিজ নিজ মাতৃভাষার মার্যাদা রক্ষার দিন ছিল ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস। নিজ মাতৃভাষার জন্য বুকের রক্ত ঢেলে ৫২সালের ২১ শে ফেব্রুয়ারী ছিল ইতিহাস সৃষ্টির দিন। ভাষা আন্দোলনের গৌরবময় শোকের দিন। ১৯৫২ সালে নিজ মাতৃভাষার জন্য ঐক্য সৃষ্টি করে ইতিহাস সৃষ্টি করেছিল অমর একুশে। ৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলা ভাষা কে পাকিস্তানের অন্যতম রাষ্ট্র ভাষার স্বীকৃতীর দাবীতে আতে্ন সর্গের নজির ও দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশের মানুষ। মাতৃভাষা বাংলার দাবীতে সেদিন ঢাকার রাজ পথে প্রাণ দিয়েছিল। সালাম, রফিক, বরকত, শফিউরের মত বীর সন্তানরা। একুশের আত্নত্যাগের চেতনায় বাঙালী জাতীয়তাবাদ। সেই জাতীয়তাবাদের চেতনার পথ ধরে ১৯৭১ সালে গৌরবময় মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যদয়। সেই মাতৃভাষা বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করায় সারা দেশের ন্যায় এবারও কালিগঞ্জ উপজেলা জুড়ে যথাযোগ্য মর্যাদায় সোমবার দিন ব্যাপি নানান কর্মসূচীর মধ্যদিয়ে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কালিগঞ্জ সোহরাওয়াদী পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, এর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান, বাংলাদেশ পুলিশ পুলিশ প্রশাসনের পক্ষে কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আমিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, ওসি (তদন্ত) মিজানুর রহমান, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ও সাবেক ডেপুটি কমান্ডার মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাস্টার নরীম আলী মুন্সী, সাধারণ সম্পাদক ও তারলী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন্নাহার জেবু, সাধারণ সম্পাদিকা শিখা রানী, জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মো আমির আলী খাঁন, সদস্য সচিব আব্দুস সবুর, সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, এর সভাপতি সম্পাদক ও নেতৃবৃন্দ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিবুল্লাহ, উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর পক্ষে সাধারণ সম্পাদক গোলাম ফারুক মুক্তিযোদ্ধার সন্তানেরা, রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার সহ রেডিও নলতার কোন কলাকুশলী বৃন্দ, কালীগঞ্জ উপজেলায উদীচী শিল্পী গোষ্ঠী সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সুশীলনের উপ-পরিচালক, বন্ধু কল্যাণ সমিতির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু সহ নেতৃবৃন্দ, কালীগঞ্জ উপজেলা প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বিল্লাল হোসেন সহ সার্ভিসের কর্মীরা এছাড়া শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন কালীগঞ্জ উপজেলা বিএনপি কালীগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা ক্রীড়া সংস্থা, উপজেলা শিল্পকলা একাডেমি, সকালে প্রভাতফেরি সহকারে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন কালিগঞ্জ সরকারি মহাবিদ্যালয়,কালিগঞ্জ রোকিয়া মুনসুর মহিলা কলেজ, কাঠুরিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজ, কালিগঞ্জ সরকারি হাই স্কুল, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কালিগঞ্জ সদর প্রাথমিক বিদ্যালয়, কালিগঞ্জ সদরেম খাতুন বিদ্যালয়, নারী উন্নয়ন সংগঠন বিন্দু, নারী উন্নয়ন সংগঠন প্রেরণা, মৌতলা ব্লাড ফাউন্ডেশন,কালিগঞ্জ টিয়েন্স সংগঠন, উপজেলা পানি উন্নয়ন বোর্ড, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সরকারি কর্মকর্তা এনজিও প্রতিনিধি জনপ্রতিনিধি সহ বিভিন্ন নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। রাতে শহীদ মিনারে মাল্যদান শেষে জীবনে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে ভাষা শহীদের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করানো হয়। সোমবার সূরে‌্যাদয়ের সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহের ভবনে ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করে। সকাল ৯ টায় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমপ্লেক্স ভবনের উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ছোটদের সুন্দর হস্তাক্ষর লেখা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা ও আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী জননেতা ডা: আ ফ ম রুহুল হক, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) রোকনুজ্জামান বাপ্পি, বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুল হাকিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান, কালিগঞ্জ সোহরাওয়াদী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফর উল্লাহ কুতুব উদ্দিন মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমদউল্লাহ বাচ্চু, শিল্পকলা একাডেমির সদস্য সংগীত শিল্পী কণিকা সরকার, শিল্পকলা একাডেমির সদস্য সংগীত শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমূখ। আলোচনা সভা শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম সহ উপস্থিত অতিথিবৃন্দ। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান ,সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান রাজনৈতিক দল দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd