নিজস্ব প্রতিনিধি: মহান স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯মার্চ) বিকাল ৫টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে কবুতর ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, উপজেলা আ’লীগের প্রস্তাবিত কমিটি প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আবদুর রহমান, কুশুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি কাজী কাউফিল আরা সজল, শ্যামনগর প্রেসক্লাবে সভাপতি আকবর কবির, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব আব্দুস সবুর, উপজেলা তাঁতীলীগের সভাপতি আবু বক্কার, ছাত্রলীগ নেতা ওসমান খান সহ উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুধী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধণী অনুষ্ঠানে দেশের খ্যাতনামা শিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।
Leave a Reply