নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১১ টায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে “ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র্যালি বাহির হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পির সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুধি ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে স্বীকৃতি পায়। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে অভূতপূর্ব উন্নয়ন এর পাশাপাশি সমাজের সকল স্তরের বিশেষ করে অনগ্রসর এলাকায় সরকারি সেবা ও সুবিধা দেয়ার ক্ষেত্রে ডিজিটাল সেবায় ব্যাপক উন্নয়ন হয়েছে। ভোক্তা অধিকার বিষয়ে জনসাধারণকে আরো সচেতন করতে হবে। এক শ্রেণীর বিক্রেতারা অধিক মুনাফা লাভের আশায় ক্রেতাদের কে ঠকিয়ে ব্যবসা করে আসছে। সাধারণ মানুষ ভোক্তা অধিকার আইন সম্পর্কে জানেনা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড’ পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি রয়েছে। তাদের মাধ্যমে ভোক্তা অধিকার বাস্তবায়ন করতে হবে। আসন্ন রমজান মাসের আগে কালিগঞ্জে বিভিন্ন বাজারে মনিটরিং করার জন্য সভায় জানানো হয়।
Leave a Reply