শিমুল হোসেন,কালিগঞ্জ ব্যুরো চীফ: কালিগঞ্জ উপজেলায় বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধ কাটি গ্রামের ৯নং ওয়ার্ডের মৃত আব্দুল গফুরের পুত্র আব্দুল আলীম (৩৫) ঘটনা সুত্রে জানাযায় ইটের ভাটার টাকা চাওয়া কে কেন্দ্র করে বেদম মারপিট। ভুক্তভোগী প্রতিনিধিকে জানান আমার স্ত্রী ও পুত্রকে নিয়ে বরিশাল ভাটায় কাজ করতে থাকি। কাজের টাকা চাইতে গেলে সে আমাকে মারপিট ও আমার পুত্রকে বেদম মারপিট করতে থাকে।
ভুক্তভোগী আরো জানান আমার স্ত্রী নাসিমা পারভীন (২৬) কে মারপিট করার সময় বাধা দিতে গেলে ভাটার সরদার হাফিজুর রহমান স্ত্রীকে কুপ্রস্তাব এবং সম্মান হানি করেন।
পরে ভাটার অন্য শ্রমিকেরা তাদেরকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পথে তাদের কাছ থেকে ছাড়পত্র হাসপাতালে কাগজপত্র কেড়ে নিয়ে এবং অকথ্য ভাষায় গালি গালাজ করে থাকে।
আসামিরা হলেন বন্ধকাটি গ্রামের আজিবার রহমানের পুত্র বাবু সরদার (২৮) একই গ্রামের আব্দুল খালেক মোড়লের পুত্র হাফিজুল মোড়ল (৪৪), মমিন মোড়লের পুত্র শাহিন ওরফে ফটিক (২২)। সহ কিছু ক্যাডার বাহিনী।
ইটের ভাটার সরদার হাফিজুল মোড়ল এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি তার কাছে টাকা পাবো সেই টাকা দেবে না বলে এই কাহিনী করছে।
স্থানীয় ইউপি সদস্য খলিল সরদার কাছে বিষয়টি শুনতে চাইলে তিনি প্রতিনিধিকে জানান। গতকাল শনিবার বেলা ১২ টার দিকে আব্দুল আলীম সহ বাড়ি বউদের কে মারপিট করে চলে যান,বাবু সরদার, হাফিজুল ও শাহিন ওরফে ফটিক সহ নাম না জানা অনেকেই। বিষয়টি ঘটনাটি সত্যতা প্রকাশ করেন।
স্থানীয় গ্রাম পুলিশ মোঃ নুর ইসলাম মোড়ল প্রতিনিধিকে জানান বিষয়টি আমি শুনছি। বেশ কয়েকদিন ধরে ভাটার টাকা নিয়ে গ্যাঞ্জাম চলছে।
Leave a Reply